রাজধানী ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। ১৯৮৩ সালের জানুয়ারি মাসের কোন এক সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম যাই আমার ভাগ্নেকে দেখতে। সে আমার চেয়ে ২/৩ বছরে বড় তবে আমরা বন্ধুর মত। উদ্দেশ্য ছিল ভাগ্নের বিশ্ববিদ্যালয় জীবন কেমন চলছে এবং কিভাবে হলে থাকছে এর একটা ধারনা নেওয়া। কারণ আমিও বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার চিন্তা করছি। সে রাত্রে শহীদ সালাম বরকত হলে ভাগ্নের অতিথি হিসাবে তিনতলা একটি কক্ষে রাত্রি যাপন করি। রাতে অনেক আড্ডা হল ভাগ্নের বন্ধু ১৩ ব্যাচের আজদার,ময়না, সবুজ সহ অনেকের সাথে। পরদিন সকালে বিশ্বিবিদ্যালয় দিনের আলোতে দেখে মনে হচ্ছিল আমি যেন কোন বিদেশী বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই রকম মনোরম পরিবেশ এবং লাল রং এর বড় বড় ইমারত দেখে কার না এমন মনে হবে। ১৯৮৬ সালে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর আবার আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য। আল্লাহর রহমতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই এবং ভর্তি হয়ে সকলের সাথে সুসম্পর্ক রেখে আমি পড়াশুনা শেষ করি। তারপর ভাগ্যউন্নোয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দুই যুগের অধিক সময় পরিবার নিয়ে বসবাস করছি। এই দীর্ঘ প্রবাস সময়ের প্রায় ২০ বছরই ভার্জিনিয়া,ম্যারিল্যান্ড এবং ডিসি এলাকায় আছি এবং এখানে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাথে গভীর ভাবে যুক্ত হয়েছি।
গত দুই বছর আগে আমরা নিউইয়র্ক সিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম বছর পালন করি । সেখানে দুই দিন ব্যাপী সুন্দর অনুষ্ঠানের আয়োজন ছিল। সেখানে সম্মিলিত অনেক জাবিয়ান এলামনাইরা আশা প্রকাশ করেছে যে এমন অনুষ্ঠান যেন প্রতি ২/৩ বছর পর পর আয়োজন করা হয় বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে। তারই আলোকে আমরা কানাডার টরেন্টোকে দায়িত্ব দিয়েছিলাম এরকম উৎসব আয়োজন করার জন্য। কানাডায় বিভিন্ন ঝামেলায় থাকায় অনুষ্ঠানটির আয়োজন সম্ভব হয়ে উঠে নাই। এরই ধারাবাহিকতা রক্ষার জন্য আমারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন ডিসি (JUAADC) একটি JU Global Reunion করার উদ্যোগ নেই। তিন দিনের মিলন মেলা অনুষ্ঠিত হবে আগামী বছর ২০২৫ জুলাই এর ২৫,২৬ এবং ২৭ তারিখে। আমরা আহবান জানাই সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাবিয়ানরা যেন এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাফল্য মণ্ডিত করেন। যাতে আগামীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই রকম জাবিয়ানদের মিলন মেলা হতে পারে। তাই সকল জাবিয়ানদের প্রতি অনুরোধ রইল দলমত নির্বিশেষ এই জাবিয়ান মহামিলনে যোগ দিন এবং আপনাদের সকল পরিচিত জাবিয়ানদের এই মিলন মেলার কথা জানিয়ে দিন।
জাবি বন্ধুত্ব দীর্ঘজীবী হউক। সকলের জন্য রইল শুভকামনা।
Syed I Alam Titu
JU-16, Hist
Co-Convener, Reunion DC 2025
Sterling,Virginia,USA
JU Reunion – where memories are relived, friendships rekindled, and the journey continues
(240) 780-1770
www.jureunion.org
© 2025.jureunion All Rights Reserved